ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রংপরে ভোট কারচুপির সুযোগ নেই : এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটে কারচুপির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদতিনি বলেন, সুষ্ঠু রসিক নির্বাচন নিয়ে তার দলের পাশাপাশি অন্য দলেও কোনো সংশয় নেই

সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাসের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, রংপুরে এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। এখানে কোন ধরনের কারচুপির সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে বুঝতে পারছি তিনি ভালো মানুষ। তিনি আমাদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। নিজ প্রার্থীর ব্যাপারে তিনি বলেন, তার প্রার্থী মোস্তফা এবার বিপুল ভোটে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হবেন।

এ সময় এরশাদের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি