ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রংপুরে ট্রেনের সাথে গরু বোঝাই নসিমনের সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ১১:৩০, ২১ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩০, ২১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রংপুরের কাউনিয়ার কুটিরপাড় এলাকায় ট্রেনের সাথে গরু বোঝাই নসিমনের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়ার মধুপুর হাট থেকে গুরু নিয়ে হারাগাছ যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। এসময় অন্নদানগর রেলওয়ে স্টেশনের কাছে কুটিরপাড় রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের সাথে নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। গুরুতর আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি