ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রংপুরে তাপমাত্রা সবাের্চ্চ ৩৪ থেকে ৩৫ ডিগ্রী, জনজীবন অচল

প্রকাশিত : ১১:২৩, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২৩, ১৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

প্রচন্ড তাপদাহের কারনে রংপুরে জনজীবন অচল হয়ে পড়েছে। তাপমাত্রা সবাের্চ্চ ৩৪ থেকে ৩৫ ডিগ্রীর মধ্যে ওঠা নামা করছে। আবহাওয়া অফিস জানায় গত ১৫ দিনে রংপুরে বৃষ্টি হয়েছে মাত্র ৬৭ মিলিমিটার। বেলা ১১ টার পর থেকে তাপদাহের তীব্রতা বাড়তে থাকে। একদিকে গরম অন্যদিকে বিদ্যুতের লোড শেডিং মানুষের দূর্ভোগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ ক্ষেত মজুর , শ্রমিক রিকশা ওয়ালা প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা তীব্র তাপদাহের কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে কমল পানীয় ও শরবত জুসের দোকানে মানুষের ভীড় বাড়ছে। দুপুরের পর নগরীর ব্যস্ততম সড়ক গুলো ফাঁকা হয়ে যাচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেনা। আবহাওয়া অফিস জানিয়েছে গরমের তীব্রতা আরো কয়েকদিন চলতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি