ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রংপুরে সাংসদ লিটনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে

প্রকাশিত : ১৪:৫৯, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৮, ১ জানুয়ারি ২০১৭

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে হরতালে অচল গাইবান্ধার সুন্দরগঞ্জ। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লিটনের মরদেহ ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, লিটনের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। অভ্যন্তরীন রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে এমপি লিটনের মরদেহ এ্যাম্বুলেন্সে করে মর্গে আনা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে শুরু হয় ময়নাতদন্ত। হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার নারায়ণ চন্দ্র সাহার নেতৃত্বে ৩ সদস্যের কমিটি ময়নতদন্ত সম্পন্ন করেন। রিপোর্টে জানানো হয়, ৫টি গুলি লাগার পর কিডনী, লিভার ও ফুসফুসে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে লিটনের। ময়নাতদন্ত শেষে রংপুরে লিটনের প্রথম দফা জানাযা হয়। এরপর মরদেহ ঢাকায় পাঠানো হয়। সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে সাংসদ লিটন হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে তার নির্বাচনী এলাকা গাইবান্ধার সুন্দরগঞ্জের মানুষ। সকাল থেকেই হরতালে অচল সুন্দরগঞ্জ। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন অবরোধ করে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী। নিরাপত্তায় সুন্দরগঞ্জে নামানো হয়েছে তিন প্লাটুন বিজিবি। রেল স্টেশনসহ শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এ ঘটনায় জড়িত সন্দেহে মধ্যরাতেই সুন্দরগঞ্জ থেকে আরো ১২ জনকে আটক করে পুলিশ। শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার বাড়িতে ঢুকে এমপি লিটনকে গুলি করে সন্ত্রাসীরা।  গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি