ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রংপুরের ছাবিলা পা দিয়ে লিখে এসএসসি পাশ

প্রকাশিত : ১৪:১১, ১৫ মে ২০১৬ | আপডেট: ১৪:১১, ১৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে এসএসসি পাশ করেছেন রংপুরের ছাবিলা আক্তার নিশাত। তার সাফল্যে খুশি পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। তারা বলছেন, পড়াশুনার প্রতি নিশাতের আগ্রহ ও সফলতা উজ্জীবিত করবে সমাজের অন্যদেরকেও। সাবিনা আক্তার নিশাত, জন্ম থেকেই হাতে ও পায়ে সমস্যা। হাত দিয়ে লিখতে পারে না। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখা রপ্ত করেছে সে। অদম্য ইচ্ছা শক্তিতেই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে হেরে যায়নি সে। সাফল্যের সঙ্গে ২ পয়েন্ট ৮৩ পেয়ে পাশ করেছে নিশাত। পায়ের সমস্যার কারণে হাটতে পারেনা নিশাত। টাকার অভাবে হুইল চেয়ারও কিনে দিতে পারেননি তার বাবা মা। তারপরও আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে সে। ইচ্ছা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। রংপুরের মাহিগঞ্জের হাওয়াইকারটারী এলাকার শাহাজাহানের একমাত্র মেয়ে নিশাত। দুই হাতই অচল, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনা সে। নিশাতের পথচলাকে আরও সহজ করতে সবার সহযোগিতা চান তার বাবা-মা। নিশাতের সফলতায় খুশি তার সহপাঠী ও শিক্ষকরা। সবার ভালোবাসায় সত্যি হোক নিশাতের স্বপ্নগুলো- প্রত্যাশা তার সহপাঠীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি