ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

আন্তর্জাতিক নারী দিবস

‘রন্ধন শিল্পের’ পথিকৃৎদের স্বীকৃতি জানালো এসিআই

প্রকাশিত : ১৫:৩৫, ৭ মার্চ ২০১৯

আন্তর্জাতিক নারী দিবস- ২০১৯ উপলক্ষে দেশের রন্ধন শিল্পের প্রথিকৃৎদের স্বীকৃতি জানালো এসিআই পিওর। দেশের রন্ধন শৈলিকে শিল্পের মর্যাদায় অধিষ্ঠিত করতে যে সকল নারী কয়েক দশক ধরে অবদান রেখে এসেছেন তাদের এ সম্মাননা জানানো হয়।

গতকাল ০৬ মার্চ ২০১৯ এসিআই সেন্টারের কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন কারেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ আলমগীর। এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবসা পরিচালক অনুপ কুমার সাহা, বিভিন্ন ব্যবসায়ের বিজনেস ম্যানেজারগণ ও এসিআইয়ের নারী কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশের কালিনারী শিল্পের পুরধা প্রয়াত সিদ্দিকা কবিরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। দেশের কালিনারী শিল্পের অগ্রদূত অন্যান্য রন্ধন বিশেষজ্ঞদের মধ্যে কল্পনা আক্তার, কেকা ফেরদৌসি, নাহিদ ওসমান ও নাজমা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও এ শিল্পের প্রসারে বিভিন্ন হোম বেকার্স, হোম মেইড ফুড, হোম ক্যাটারিং ও অনলাইন ফুড সেলারদের অবদান স্মরন করা হয়।

আমন্ত্রিত রন্ধনশিল্পিবৃন্দ এসিআইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও এ শিল্পের বিকাশে এসিআই এর সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় এসিআই কর্তৃপক্ষ তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি