ঢাকা, শনিবার   ১১ অক্টোবর ২০২৫

রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

রফতানিকারকদের দেশীয় বীমা ব্যবহার করে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট শর্ত মেনে পণ্য রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
 
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংকগুলোকে স্থানীয় বীমা কোম্পানিগুলো থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কাভারেজ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, এখন দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যুকৃত বৈদেশিক মুদ্রায় বীমা পলিসির ভিত্তিতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রফতানি করা যাবে। রফতানি আয় দেশে প্রত্যবসিত না হলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে।

এছাড়া, কাঠামো মেনে বীমা কোম্পানিগুলো বৈদেশিক উৎস থেকে পুনর্বীমা কভারেজ নিতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলো বীমা কভারেজের ভিত্তিতে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে রপ্তানিকারকদের পোস্ট-শিপমেন্ট অর্থায়ন দেওয়ারও অনুমতি পাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি