ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রবিন উথাপ্পার জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২১, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২১, ১১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রবিন উথাপ্পা ভারতের ক্রিকেটার। ডান হাতি ব্যাটসম্যান। ক্রিকেটে দারুন নৈপুন্য দেখিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। ১৯৮৫ সালে আজকের এইদিনে ভারতের কডাগো শহরে জন্মগ্রহন করেন রবিন উথাপ্পা। পুরো নাম রবিন ভেনু উথাপ্পা। তবে, সবার কাছে রবিন উথাপ্পা নামেই পরিচিত এই ভারতীয় ক্রিকেটার।  ক্রিকেটের প্রতি ব্যাপ আগ্রহ থাকায় পেশায় বেনে নেন ক্রিকেট। প্রথমে স্থানী ক্লাব গুলোর হয়েই প্রশিক্ষণের মাধ্যমে বেড়ে উঠেন উথাপা। আর অল্প বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পান। এরপর আর পেছন ফিরতে হয়নি এই ডান হাতি ব্যাটসম্যান। মেধা আর পরিশ্রম দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেন। এরপর থেকেই একের পর এক নৈপুণ্যে সৃষ্টি করেছেন বহু ভক্ত-সমর্থক। ক্লাব পর্যায়ে নিজ প্রদেশের ক্লাব ছাড়াও খেলেছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কোলকাতা নাইট রাইডার্সের হয়ে। এইসব ক্লাবের বিভিন্ন সাফল্যে রেখেছেন দায়িত্বশীল ভূমিকা। হার্ড হিটিং ব্যাট করে সবার প্রশংসা কুড়িয়েছেন এই কুশলী ব্যাটসম্যান। ক্লাব পর্যায়ের পাশপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন রবিন উথাপ্পা। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তার। এক বছর পর ডারবানে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক হয় উথাপ্পার। জাতীয় দলের হয়ে বিভিন্ন সময় হার্ড হিটিং ব্যাট করে দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় দলে না থাকলেও আবারো দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি