ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

রবির ট্যালেন্ট ডেভলপমেন্ট গ্র্যাজুয়েট হলেন ১৭ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রবির ট্যালেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রাম ‘রবি অ্যাক্সিলেরেটেড ডেভলপমেন্ট প্রোগ্রাম (আরএডিপি)-এর আওতায় এ বছর ১৭ জন কর্মকর্তা গ্রাজুয়েট হয়েছেন। সম্প্রতি এ উপলক্ষ্যে রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে চতুর্থ ‘আরএডিপি গ্র্যাজুয়েশন সেরিমনি ২০১৮’ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আরএডিপির গ্রাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। এসময় রবি’র চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, চিফ টেকনোলজি অফিসার মেধাত ই হুসেইনি, হেড অফ হিউম্যান রিসোর্সেস মো. ফয়সাল ইমতিয়াজ খান এবং হেড অফ কর্পোরেট স্ট্র্যাটেজি রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন রবি’র ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’র ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান।

গ্রুপ চিফ ট্যালেন্ট অফিসার দাতিন বদরুন্নিসা মোহাম্মদ ইয়াসিন খান বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে গ্র্যাজুয়েটদের অনুপ্রাণিত করেন এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ মোবাবেলায় কীভাবে প্রস্তুত হতে হবে সে ব্যাপারে দিক নির্দেশনা দেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি