ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রমজানে অতিরিক্ত মুনাফা আদায়, ভেজাল পণ্য বিক্রি এবং ওজনে কম দেয়ার প্রবণতা

প্রকাশিত : ১০:১৩, ৯ জুন ২০১৬ | আপডেট: ১০:১৩, ৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রমজানে পানাহারে সংযমি হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে চলে অতিরিক্ত মুনাফা আদায়, ভেজাল পণ্য বিক্রি এবং ওজনে কম দেয়ার প্রবণতাও। রমজানের প্রকৃত শিক্ষা না থাকাই এর কারণ বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা, যদিও এমন অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ী নেতারা। আর কনজিউমারস অ্যাসোসিয়েশনের মতে আসল সমস্যা উৎসব কেন্দ্রীক অতি ভোজন ও ব্যয়ের সংস্কৃতি। ভেজাল পন্য, ওজনে কম দেয়া অথবা দাম বেশি রাখা ঠেকাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের এমন অভিযান চলে বছর জুড়েই। তবে রমজানে এলে এ ধরেণর অভিযানের তোড়জোর বাড়ে। কারণ সংযমের মাস হলেও এ সময় ব্যবসায়ীদের এমন সব অংযমি আচরণও বাড়ে । ইসলামী চিন্তাবীদরা বলছেন, পবিত্র মাস রমজানে আল্লাহ মানুষকে পানাহারের পাশাপাশি সব ক্ষেত্রেই সংযমি হওয়ার নির্দেশ দিয়েছেন, যা ভুলে গেছে মানুষ। তবে এমন সব সমালোচনার সঙ্গে এক মত নন ব্যবসায়ী নেতারা। তাদের মতে, এদেশের ব্যবসায়ীরা সবসময় ন্যায়সঙ্গত মুনাফাই করেন। কিন্তু ক্যাব সভাপতির মতে, রমজান এলে সংযমো বদলে অতিরিক্ত খাওয়া ও ভোগ বিলাসের রেওয়াজ আছে এ দেশে। যার সুযোগ নিয়ে থাকেন অসাধু ব্যবসায়ীরা। দাম বেধে দেয়ার পাশাপাশি সরকারকে চাহিদার বিপরীতে পন্যের যথেষ্ট সরবরাহও নিশ্চিত করতে হবে বলে মত এই সাবেক দুদক চেয়ারম্যানের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি