ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রমজানে নিত্যপণ্যের মুল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার

প্রকাশিত : ১০:৩৯, ১৯ মে ২০১৬ | আপডেট: ১০:৩৯, ১৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

রমজানে নিত্যপণ্যের মুল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখাসহ যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায়ীসহ আইন শৃংখলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম চেম্বার নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। রমজানে পণ্যমুল্য সহনীয় রাখতে আমদানীকারক, পাইকারী ও খুচরা বিক্রেতা, ব্যবসায়ী প্রতিনিধি, পরিবহন মালিক সমিতিরসহ আইন শৃংখলা রক্ষাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কর্মার্স ইন্ড্রাষ্ট্রি। সভায় হয়রানি কমাতে বাজার মনিটরিং জোরদার করার দাবী জানান ব্যবসায়ীর। পাইকারী ও খুচরা পর্যায়ে যেকোন নিত্যপন্যে কেজি প্রতি তিন টাকার বেশী মুনাফা না করার জন্যে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয় চেম্বারের পক্ষ থেকে। পাশাপাশি পণ্য মুল্যে সহনীয় পর্যায়ে রাখতে  ভ্রাম্যমান আদালত পরিচালনার কথাও জানান জেলা প্রশাসক। এদিকে রমজানে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, ভেজাল পণ্য বিক্রী বন্ধ এবং ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানায় পুলিশ কমিশনার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি