ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

রমজানের আগেই বাজারে উত্তাপ (ভিডিও)

মেহেদী হাসান

প্রকাশিত : ১৭:৪০, ৮ মার্চ ২০২৪

রমজানের আগেই অস্বাভাবিক হারে বেড়েছে খেজুরসহ বিভিন্ন ফলের দাম। মাংসের বাজারও চড়া। তবে চাল, চিনি, ভোজ্য তেল, ডালসহ বাকি সব নিত্যপণ্য আগের দরেই বিক্রি হচ্ছে।

ইফতারের অন্যতম অনুসঙ্গ খেজুর। সঙ্গে সাধ্যমতো আরও বিভিন্ন ধরণের ফল খেয়ে থাকেন রোজাদাররা। কিন্তু এ বছর নিম্নমানের খেজুরের কেজিও পাচশ’ টাকা। অন্য সব ধরণের খেজুরের দামও বেড়েছে কেজিতে দুই থেকে তিনশ’ টাকা। খেজুর ছাড়াও প্রায় সব ধরণের ফলের দামও বেড়েছে। 

ব্যবসায়ীরা জানান, সব খেজুরে ২ থেকে ৩শ’ টাকা বেড়েছে। এমনও খেজুর আছে ৫শ’ টাকা বেড়েছে কেজিতে। গতবছর ৪-৫শ’ টাকায় মোটামুটি ভালো খেজুর পাওয়া গেছে কিন্তু এবার সেই খেজুর ৮শ’ টাকা। আপেল ছিল ১৮০-২০০ টাকা তা এখন সাড়ে ৩শ’ টাকা কেজি, আঙ্গুর ২৬০-২৮০ টাকা।

গরুর মাংসের কেজি এখন ৮০০ টাকা। সব জাতের মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। 

মাংস ব্যবসায়ীরা জানান, দামে যদি কম কেনা যায় তবে কম দামে বিক্রি করা যায় কিন্তু দাম বেড়ে গেছে অনেক। বয়লার ছিল ২শ’ টাকা এখন ২৪০, কক মুরগি ছিল ৩০০-৩২০ এখন ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

চিনির দাম সামান্য বাড়লেও ছোলা ও বিভিন্ন ধরণের ডাল আগের দামেই বিক্রি হচ্ছে। 

মুদি ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে যে চিনিটা ৬ হাজার ২০ টাকায় কিনেছি কিন্তু গতকাল সেই চিনি এনেছি ৬ হাজার ৭৪০ টাকায়। তবে ছোলার দাম বাড়েনি, আগের দামই আছে।

শীত চলে গেলেও সব ধরণের সবজিই এখনও মিলছে বাজারে। দামও আছে সাধ্যের মধ্যেই। মাছের দাম নতুন করে আর বাড়েনি। ব্যবসায়ীরা জানান, এই সপ্তাহে মাছের দাম বাড়েনি।

ক্রেতারা বলছেন, প্রতিবছরের মতো এবারের রোজায়ও নিত্যপণ্যের দাম বেশ বাড়তি। 

তারা জানান, দু’মাস আগে যে দামে কেনেছি তার থেকে কিছুটা বাড়তি। তবে প্রতিবছর রমজানের আগে যে হারে বাড়ে এবার সেই হারে বাড়ছেনা।

শুধু কথার কথা নয়, বাজার মনিটরিংয়ে দাম নাগালে আনার দাবি ক্রেতাদের। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি