ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রসছাড়া লেবু ৬০ টাকা হালি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ১৬ মার্চ ২০১৮

স্বস্তি নেই নিত্য পণ্যের বাজারে। কিছুতেই কমছে না চালের দাম। বেড়েছে চিনি ও জিরার দাম। আর রসহীন লেবুর দাম হাকা হচ্ছে ৬০ টাকা হালি।

রাজধানীর কারওয়ান বাজার। প্রায় সব পণ্যের সরবরাহ বেশি থাকায় রাজধানীর অন্য বাজারের তুলনায় সব পণ্যেরই দাম কিছুটা কমে পাওয়া যায়।

চালের বাজারের লাগাম কিছুতেই টানা যাচ্ছে না। মিনিকেট এখনো ৬৫টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে গিয়ে দাম ঠেকছে ৬৮ টাকায়।

দুই সপ্তাহ আগে ৬০ টাকা থেকে বেড়ে ১২০টাকায় বিক্রি হওয়া বিদেশি রসুনের দাম এখনও ১০০টাকা। দাম বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে চিনি ও জিরা।

কাঁচা বাজারে লেবুর দাম আকাশ ছোয়া। এক হালি ভাল মানের লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

খোলা চিনি কেজিতে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৬ টাকায় আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৬২ টাকায়।

ভারতীয় জিরা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। গরমের সবজির দামেও স্বস্তি নেই ক্রেতার।

ক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে না পারলে বাজার নিয়ন্ত্রণে আসবেনা।

তবে পেঁয়াজের ঝাজ কিছুটা কমেছে। ভারতীয় পেয়াজ প্রতি কেজি ৩৫ টাকা আর দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়।

গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঢেড়শ ৫০ আর করলা ৫০ টাকা কেজিতে।

মাছের বাজারে কাতলা ২৫০ থেকে সাড়ে ৩ শ টাকা, কোরাল আকার ভেদে ৪শ থেকে ৭শ’, পাবদা ৪শ থেকে ৬শ টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের দরেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগিসহ সব ধরনের মাংস।

ভিডিও: 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি