ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রসুনের দাম বেড়েছে কেজিতে ১শ টাকা

প্রকাশিত : ১৮:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বন্দর নগরীর পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম বেড়েছে কেজিতে ১শ টাকা। বেড়েছে আদাসহ অন্যান্য মসলার দামও। পাইকারি বিক্রেতা বলছেন, দাম বাড়িয়ে আমদানিকারকরা। আর আমদানিকারকদের দাবি আন্তর্জাতিক বাজারে রসুনের দাম বাড়তি। চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জ। গেল সপ্তাহে এই বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হয়েছে ৯০ থেকে ১২০টাকা দরে। এখন সেই দাম বেড়ে ১৯০ থেকে ২২০টাকা। আর ভোক্তা পর্যায়ে দাম আরো চড়া। এ জন্যে আমদানীকারকদের দুষলেন খুচরা বিক্রেতারা। একই কথা পাইকারি বিক্রেতাদেরও। তারা বলছেন, বেশি দামে কেনা, তাই দর বাড়তি। তবে আদানিকারকদের দাবি, এলসি-র বিপরীতে ব্যাংক ঋনের সুদ বৃদ্ধি আর ডলারের মূল্যমান উঠা-নামা এর জন্যে দায়ী। বাজার সংশ্লিষ্টদের আশা দেশি রসুন এলে কমবে দাম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি