ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

রাঙামাটি ও খাগড়াছড়িতে ২৪ ঘন্টার হরতাল

প্রকাশিত : ১৪:৩৪, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩৪, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাসের প্রতিবাদ ও বান্দরবানের বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠনের ডাকে রাঙামাটি ও খাগড়াছড়িতে ২৪ ঘন্টার হরতাল চলছে। হরতাল চলাকালে রাঙামাটিতে সকাল থেকে দূরপাল্লার ও আভ্যন্তরীণ সকল রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায়  অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে হরতাল সমর্থনকারীরা। এদিকে খাগড়াছড়িতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়। হরতালের কারণে খাগড়াছড়ির সাথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাটও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি