ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

প্রকাশিত : ১৫:১৬, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:১৬, ১৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটির নানিয়ারচরে শুক্রবার সন্ধ্যার দিকে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে মকবুল চাকমা বাজারের উদ্দেশ্য হেঁটে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা পিছন দিক থেকে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। মকবুল চাকমা সম্প্রতি স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্র“পে যোগ দিয়েছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে জনসংহতি সমিতির পক্ষে কাজ করায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি