রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের পরিচালক আটক
প্রকাশিত : ১৫:১৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭
দুর্নীতি দমন কমিশন- দুদকের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্র“পের পরিচালক শওকত আজিজকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, নিয়োগ- দুর্নীতিসহ ৭ মামলায় রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ ৩ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দিয়েছে দুদক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পরীবাগ থেকে ইকবাল উদ্দিন চৌধুরী ও গুলশান থেকে শওকত আজিজকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এ’ মামলায় আরো ৬ জনকে আসামি করা হয়েছে। এদিকে, রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। এরআগে, অধিকতর তদন্তে নিয়োগ বাণিজ্যে ইউসুফ আলী মৃধার সম্পৃক্ত থাকার প্রমাণ পায় দুদক। ২০১৪ সালের ৩ মার্চ চট্টগ্রাম আদালতে আত্মসমর্পনের পর থেকে কারাগারে রয়েছেন ইউসুফ আলী মৃধা। এ’ মামলার অন্য অভিযুক্তরা হলেন, রেলওয়ের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও রেকর্ড কিপার সরওয়ার আলম।
আরও পড়ুন