ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রাজধানী থেকে জেএমবির ৫ সদস্য আটক, বিস্ফোরক এবং জিহাদি বই উদ্ধার

প্রকাশিত : ১৮:১৩, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৫, ২৮ ডিসেম্বর ২০১৬

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাদের কাছ থেকে ৩০ কেজি তরল ও পাউডার জাতীয় বিস্ফোরক এবং জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এই জঙ্গিরা থার্টি ফার্স্ট নাইটে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক সংগ্রহ করছিল বলে জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এছাড়া, আশকোনায় আত্মঘাতী নারীর নাম শাকিরা বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে গোপন তথ্যর ভিত্তিতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আটক করা হয় পাঁচ জেএমবি সদস্যকে। সেবিষয়ে বিস্তারিত জানাতেই ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন। আটক জেএমবির সদস্যরা রাজশাহী এলাকার দায়িত্বপ্রাপ্ত জেএমবি নেতা জিয়া, হায়দার ও শহিদুল্লাহর নির্দেশে বড় ধরণের হামলার পরিকল্পনা করছিল বলে জানান কাউন্টার টেররিজম ইউনিট প্রধান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলকে আরো সংগঠিত করতে আটক জেএমবি নেতা সাইদুর রহমান ও তাসনিমসহ কয়েকজনকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল এই চক্রটি। এছাড়া, রাজধানীর আশকোনায় আত্মঘাতী নারী জঙ্গির নাম শাকিরা বলেও জানান কাউন্টার টেররিজম ইউনিট প্রধান। তার বাড়ী ভোলায়। নিহত শাকিরা গ্রেফতার থাকা জেএমবি জঙ্গি রাশেদুর রহমান ওরফে সুমনের স্ত্রী।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি