ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

রাজধানীতে ইস্পাত কারখানায় ৭ শ্রমিক দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২২, ২৩ ডিসেম্বর ২০১৭

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে রহিমা ইস্পাত নামের একটি কারখানায় বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহত শ্রমিকদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন-নজরুল ইসলাম (২৮), জামাল (৩৩), গাফফার (২৪), আহমেদ আলী (৩০), রমজান (২৯), সোহেল (৪৫) ও শামীম (৪২)।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে নজরুল ইসলামের (২৮) শরীরের ১৫ ভাগ, আবদুল গাফফারের (২৪) ১২ ভাগ ও আহমেদ আলীর (৩০) ১২ ভাগ পুড়ে গেছে। তাঁদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।   

আহত নজরুল ইসলাম জানিয়েছেন, রাতের শিফটে শ্রমিকরা কাজ করছিলেন। এই কারখানায় মূলত ভাঙাড়ির লোহা গলানোর কাজ হয়। লোহা গলানোর সময় অতিরিক্ত তাপে তা বাট্টি থেকে ছিটকে পড়ে। আর এতেই সাত শ্রমিক দগ্ধ হন।

 

একে/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি