ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

রাজধানীতে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ

প্রকাশিত : ১১:২২, ২৩ জুন ২০১৯ | আপডেট: ১১:২৬, ২৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

মাহাদি হাসান, সে ডেমরায় অবস্থিত দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। পিতা জমশেদ আলী সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। সে গত মঙ্গলবার দুপুরের দিকে শ্রীমঙ্গল থেকে মাদ্রাসার উদ্দেশে বাসে উঠে। সন্ধ্যার দিকে সে ফোন করে জানায় সে মাদ্রাসার কাছাকাছি, মাগরিবের নামাজ পড়ে মাদ্রাসায় ঢুকবে।

কিন্তু মাদ্রাসা থেকে বৃহস্পতিবার জানানো হয় যে সে মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর থেকে অনেজ জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি৷ ডেমরা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ১০০৭।

যদি কোনও সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তবে নিম্নের এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:

মোবাইল নং-০১৬৮২৬১৮৪৮১, ০১৬৭৪৬২১১৩৮।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি