ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

রাজধানীতে গৃহবধুকে জবাই করে হত্যা

প্রকাশিত : ১১:১৭, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৭, ২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

শিল্পী আক্তার নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে রাজধানীর দনিয়ায় একটি বাসা বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়িতে কাজ করতে আসা লোকেরা এই হত্যাকান্ড সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা শিল্পী আক্তার। চাকরীর সুবাধে গত বুধবার দনিয়ার রসুলপুর এলাকার একটি বাসাবাড়িতে ওঠেন এই গৃহবধু। নতুন বাড়িতে ওঠেই লাশ হতে হলো তাকে। ননদের নতুন বাসা গুছিয়ে দিতে এসে দুর্বৃত্তদের হামলায় আহত হন পারুল। ভবন মালিক জানিয়েছেন, কয়েকদিন আগে বাসাটি ভাড়া নেন শিল্পী। আহত পারুলের চিৎকার শুনে উপরে ওঠে দেখেন শিল্পীর নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের উপ-কমিশনার। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি