ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে দুর্বৃত্তের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক আহত

প্রকাশিত : ১৫:৩১, ৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৩১, ৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর নবাবপুরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে  পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় আনিসুর রহমান নামের এই পুলিশ সদস্যকে রাজধানীর ফুলবাড়ী সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে দূর্বৃত্তরা আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে  পুলিশের অপর এক সদস্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আহত আনিস নবাবপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ- পরিদর্শক পদে কর্মরত। তার ঘাড়ে ও মুখে তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি