ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান কবীর হত্যায় জড়িত সন্দেহে ৮ জন গ্রেপ্তার

প্রকাশিত : ১৮:৫২, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫২, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান কবীর হত্যায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কিশোরদের দু’টি গ্যাং ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্যাং এর সদস্য বলে জানিয়েছে র‌্যাব। ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নিহত আদনান নিজেও নাইন স্টার নামে একটি কিশোর গ্যাং এর সদস্য ছিল। স্কুল ছাত্র আদনান কবীরকে কুপিয়ে হত্যা করা হয় গত ৬ জানুয়ারি। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর থেকেই আলোচনায় আসে উত্তরার গ্যাং কালচার। বেরিয়ে আসে কিশোরদের দু’টি গ্যাং ডিসকো বয়েজ ও বিগ বসসহ ৩০টি গ্যাংয়ের নাম। মূলত: উঠতি বয়সের স্কুল কলেজের ঝরে পড়া ছাত্ররাই বিভিন্ন গ্যাং তৈরি করে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আনদানকে হত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ছবি পোস্ট করে খুনিরা। ওই ছবিতে তাদের হাতে লাঠি, রড ও ধারালো অস্ত্র দেখা যায়। হত্যাকাণ্ডের পর থেকেই বখে যাওয়া গ্যাং সদস্যদের খুঁজছিলো আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে আদনান হত্যায় জড়িত কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাং এর সাথে দ্বন্দ্বের জের ধরে নাইন স্টার গ্যাং এর সদস্য আদনান খুন হয়। তবে আদনান নয়, টার্গেট ছিল রাজু নামে আরেকজন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে উত্তরা ও এর আশপাশের এলাকায় সক্রিয় কিশোর গ্যাং এর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি