রাজধানীর কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে না ২২ থেকে ২৪ তারিখের টিকেট
প্রকাশিত : ১৫:০০, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৫:০২, ১৩ জুন ২০১৭

ঈদ উপলক্ষে অগ্রিম টিকেট ছাড়ার একদিন পরেই, রাজধানীর বাস কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে না ২২ থেকে ২৪ তারিখের টিকেট। তাই টিকেট প্রত্যাশীদের আনাগোনা তেমন একটা নেই এসব কাউন্টারে। তবে, কমলাপুর রেলস্টেশনে ঘরমুখি মানুষের উপচে পড়া ভীড়।
ঈদের অগ্রীম টিকেট প্রদানের দ্বিতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল, ঘরমুখি মানুষের উপচে পড়া ভিড়।
মঙ্গলবার, দেওয়া হয়, ২২ তারিখের টিকেট। যে করেই হোক, নির্ধারিত দিনে টিকেট চাই, তাই সেহরির পরেই লাইনে শরিক হয়েছেন অনেকেই। দীর্ঘ প্রতিক্ষার পর, মিলেছেও কাংক্ষিত গন্তব্যের টিকিট।
পরিদর্শনে, এসে রেলমন্ত্রী জানালেন, যাত্রীদের বাড়তি সুবিধা দিতে, এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বিঘেœ ঘরে ফিরতে পারবে মানুষ।
ঠিক উল্টো চিত্র, রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে। বেশিরভাগ টিকেট কাউন্টারে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। কারণ, ২২, ২৩ এবং ২৪ তারিখের টিকেট শতকরা ৯০ ভাগ বিক্রি হয়ে গেছে।
নির্ধারিত দিনের টিকেট মেলেনি, তাই টিকেট পেয়েও অসন্তুষ্ট অনেকেই।
ঘরমুখি এসব মানুষ স্বজনদের সাথে যেন ঈদের আনন্দে শরীক হতে পারে, সে লক্ষ্যে অতিরিক্ত বাড়তি বাসের প্রস্তুতি আছে বলেও জানালেন বাস মালিকরা। তবে, মহাসড়কের ব্যবস্থাপনা আরো সুষ্ঠু করার দাবী তাদের।
আরও পড়ুন