ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

রাজধানীর গাবতলীতে অসাধু কর্মকর্তাদের অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে তৃতীয় দিনের মত ধর্মঘট চলছে

প্রকাশিত : ১৯:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর গাবতলী পশুর হাটের ইজারাদার এবং অসাধু কর্মকর্তাদের অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে তৃতীয় দিনের মত ধর্মঘট পালন করেছে মাংস ব্যাবসায়ীরা। ৬ দিনের ধর্র্মঘটের কারণে বন্ধ রয়েছে গরু ও খাসির মাংসের দোকান। তারা বলছেন, গাবতলী পশুরহাটের ইজারাদাররা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তার কারনে দাম বেড়েছে খাসি ও গরুর মাংসের। এতে তাদের এ ব্যবসা ধ্বংসের মুখে পড়েছে জানিয়ে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। আগামী শনিবারের মধ্যে দাবি মেনে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি