ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রাজধানীর গুলশান এক নম্বরের ডিসিসি মাকের্টে ভয়াবহ আগুন

প্রকাশিত : ০৯:৩৫, ৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৩৫, ৩ জানুয়ারি ২০১৭

রাজধানীর গুলশান এক নম্বরের ডিসিসি মাকের্টে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৭ থেকে আটশ’ দোকান। ধসে গেছে মার্কেটের একাংশ। পাঁচ ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। রাত দুটায় হঠাৎই আগুন লাগে গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটে। মুহূর্তেই ছড়িয়ে যায় পুরো মার্কেটে। খবর পেয়ে আসতে থাকে ফায়ার সার্ভিসের গাড়ি। আগুনের তীব্রতায় এক পর্যায়ে ধসে পড়ে মার্কেটের একাংশ। দোকান মালিকরাও ভিড় করে মার্কেটের সামনে। অসহায় দাঁড়িয়ে পুড়তে দেখেন দোকানে থাকা মূল্যবান সামগ্রী। অনেকে দোকানের মালামাল বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অবহেলার অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পাঁচ ঘন্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। মার্কেটে আগুন লাগার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি