ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজধানীর গুলশানে জিম্মি দেশি-বিদেশি নাগরিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে আইন-শৃংখলা বাহিনী

প্রকাশিত : ০৮:৪৩, ২ জুলাই ২০১৬ | আপডেট: ০৮:৪৩, ২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্ট থেকে জিম্মি দেশি-বিদেশি নাগরিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে আইন-শৃংখলা বাহিনী। এক আর্জেন্টাইন ও এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করার কথা জানিয়েছে তারা। জিম্মি আছেন আরও কমপক্ষে ৩০ জন। এর আগে, গোলাগুলির ঘটনায় ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় রাজধানীর গুরুত্বপূর্ন জায়গাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎই গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিসান বেকারির ভেতরে গোলাগুলি শুরু হয়। একদল সন্ত্রাসী রেস্টুরেন্টে ঢুকে সবাইকে জিম্মি করার চেষ্টা করে। আতঙ্কে ভেতরে থাকা সবাই দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা গ্রেনেডের বিস্ফোরণ এবং থেমে থেমে গুলিও চালায়। এতে গুরতর আহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন, ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ও অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসি রবিউল ও ওসি সালাউদ্দিন। আহত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ৩০ জন সদস্যকে ইউনাইটেড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, রেস্টুরেন্টটিতে এখনো জিম্মি আছেন দেশি-বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজন। তাদের উদ্ধারে র‌্যাব-পুলিশ-সোয়াত-বিজিবি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। গুলশান ও আশপাশের এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে গুজব ছড়ানো থেকে বিরত থেকে ধৈর্য রাখার আহবান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ। ফেইসবুক পোস্টে তিনি জানিয়েছেন, কোন অপশক্তিকে ছাড় দেয়া হবে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি