ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

রাজধানীর নিরাপত্তায় কাজ করছে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৬:৩৪, ২৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী। ফাঁকা রাজধানীর নিরাপত্তায় কাজ করছে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই রোধে বিভিন্ন সড়কে চেকপোষ্টের পাশাপাশি পাড়া-মহল্লার অলিগলিতেও রয়েছে পুলিশের টহল টিম। বিশেষ নিরাপত্তায় খুশি নগরবাসী। 

এই চিত্র ব্যস্ত রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোর। নেই চিরচেনা ব্যস্ততা। যানজটবীহিন সড়কে অল্প সময়েই গন্তব্যে পৌছতে পারছে নগরবাসি।

ফাঁকা শহরের নিরাপত্তায় রাজধানীর বিভিন্ন সড়কে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন সড়কে বসানো হয়েছে চেকপোষ্ট।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারায় কষ্ট হলেও রাজধানীবাসীর নিরাপত্তা দিতে পেরে খুশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

ঈদে নগরীর নিরাপত্তা নিয়ে খুশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আইনশৃঙ্খলাবাহিনীর দাবি তারা দক্ষতার সাথেই রাজধানীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখেছেন।

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি