ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

রাজধানীর ফুটপাতেও জমে উঠেছে বেচাকেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২১ জুন ২০১৭ | আপডেট: ১২:৪৭, ২১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

দরজায় কড়া নাড়ছে ঈদ। অভিজাত বিপণীবিতান ও শপিংমলগুলোর মত রাজধানীর ফুটপাতেও জমে উঠেছে বেচাকেনা। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে কেনাকাটা করছেন নিম্নবিত্ত ও মধ্যম আয়ের মানুষ। কম দামে ভালো জিনিস পাওয়ায় খুশি ক্রেতারা। শেষ মুহূর্তে বেচাকেনা আরো জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা। 

বিক্রেতাদের হাক-ডাকে জমজমাট রাজধানীর ফার্মগেট, গুলিস্তান, নিউমার্কেটসহ বিভিন্ন ফুটপাতের দোকান। কি নেই এখানে? পায়জামা-পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি, শিশু ও নারীদের পোশাকের পাশাপাশি সাজসজ্জার সব জিনিসই বিক্রি হচ্ছে সমানতালে।

শুধু নিজের জন্যই নয় পরিবার পরিজনের জন্য উপহার কিনছেন অনেকে। দামে সাশ্রয়ী ও অপেক্ষাকৃত ভালো জিনিস পাওয়ায় নিম্নআয়ের মানুষ ছাড়াও প্রায় সব শ্রেণীর ক্রেতারা শামিল হচ্ছেন ফুটপাতের দোকানে।

জামা-কাপড় কেনা শেষে অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ, জুতা, কসমেটিক্স ও অলংকার কিনছেন।
বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে বেচাকেনা মাঝে মাঝেই থমকে যায়। এরপরেও বেচাকেনা নিয়ে সন্তোষ্ট বিক্রেতারা।
তবে চাঁদ রাতের আগ পর্যন্ত দিন দিন বেচাকেনা আরো বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি