রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মসলার বেচা-বিক্রি
প্রকাশিত : ১৫:৩৮, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৬, ২৫ জুন ২০১৭

ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মসলার বেচা-বিক্রি। ঈদে বাড়তি চাহিদা থাকায় ডালচিনি, এলাচ, জিরা, কাজু বাদামসহ সব মসলায় ২০ থেকে ৫০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। এছাড়া, বেড়েছে গরুর মাস আর মুরগির দামও। তবে বিক্রেতাদের দাবি, গোটা রমজান জুড়েই বাড়তি দামে বিক্রি হচ্ছে ঈদে রান্নার প্রধান অনুসঙ্গ।
একদিন পরেই ঈদ। তাই সেমাই থেকে শুরু করে মশলা, পেয়াজ রসুনের বাজার ছিল জমজমাট। নিয়ন্ত্রন নেই মশলার বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব পণ্য।
মাংসের চাহিদাও বেশী, তাই সিটি করপোরেশনের বেঁধে দেওয়া দামের তোয়াক্কা করছেন না কেউ। গরুর মাংসের দাম ৫শ ছাড়িয়েছে, খাসি বিক্রি হচ্ছে, সাড়ে ৭শ টাকায়।
লাগামের বাইরে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। পাকিস্তানি ককের দাম উঠেছে ২২০ টাকা।
কাঁচা বাজারে সবজির দামও চড়া। মহাসড়কে যানজটের কারনে কাঁচামাল কম আসায় দাম বেড়েছে বলে দাবী বিক্রেতাদের।
ঈদের ঠিক আগে বিভিন্ন পণ্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।
আরও পড়ুন