ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

রাজধানীর বেশ কিছু জায়গায় যোগাযোগের বেহাল চিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:০৬, ৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

কোথাও রাস্তা ভাঙা, কোথাও আবার খুঁড়ে রাখা। রাজধানীর বেশ কিছু জায়গায় যোগাযোগের এমন বেহাল চিত্র বেশ ক’মাস ধরেই। সবচে বেশি ভোগান্তিতে মালিবাগ-মৌচাক, রামপুরা-ডিআইটি রোডের।

বৃষ্টি নেই তবু পানিতে সয়লাব মগবাজারের ডাক্তার গলি।

একটু এগোলেই মৌচাক মোড়। সেখানকার অবস্থাও তথৈবচ! খানাখন্দ আর নোংরা আবর্জনায় ভরপুর পুরো এলাকা। এই অবস্থায় চলছে গাড়ি, হাঁটাহাঁটি। ঝুঁকি নিয়ে গন্তব্যের সন্ধানে ছুটোছুটি।

ঈদের আগে-পরে রাজধানীর রাস্তার এমন বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর।

মালিবাগ থেকে রামপুরা রাস্তাজুড়ে অসংখ্যা ঝুঁকিপূর্ণ গর্ত। চৌধুরীপাড়া, খিলগাঁও, শাজাহানপুরের প্রধান সড়কসহ সরু রাস্তার অবস্থা আরও খারাপ। দীর্ঘদিন ধরে জমে আছে স্যুয়ারেজের পানি।

সড়কের এমন বেহাল অবস্থা থেকে মুক্তি চান ভূক্তভোগীরা।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি