ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানে জেএমবি কমান্ডার ওমর নিহত

প্রকাশিত : ১২:২৫, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৫, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুর রূপনগরে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জেএমবির সামরিক শাখার কমান্ডার ওমর নিহত হয়েছে। গুলশান ও শোলাকিয়া হামলায় নিহত জঙ্গিদের প্রশিক্ষক ছিল সে। অভিযানের সময় জঙ্গি হামলায় রূপনগর থানার তিন কর্মকর্তাসহ পুলিশের ৪ সদস্য গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। এদিকে, হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি নির্মূল অভিযান অব্যাহত থাকবে। শুক্রবার রাতে রূপনগর থানা এলাকায় নিষিদ্ধ জেএমবির আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। জেএমবির সামরিক শাখার কমান্ডার ওমর ও তার সহযোগিদের খোঁজে এই অভিযান চালায় তারা। এ সময় ওমরে কাছে থাকা ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কর্মকর্তা শহীদ আলম, শাহিন ফকির ও মোমিনুর গুরুতর আহত হন। তাদের অবস্থা আশংকাজনক। বোখারী নামে আরও এক পুলিশ সদস্য আহত হন এ সময়। পুলিশ কর্মকর্তা শহীদ ও শাহিনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মোমিনুর ও বোখারীর চিকিৎসা চলছে পুলিশ হাসপাতালে। গুলশান ও শোলাকিয়ায় হামলার সময় নিহত জেএমবি জঙ্গিদের প্রশিক্ষক ছিল সে। নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তামিম চৌধুরীরও ঘনিষ্ট ছিল এই জঙ্গি। বেশ কিছুদিন ধরেই মোস্ট ওয়ান্টেড ছিল সে। এদিকে, আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে কথা বলেন তিনি। জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি