ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানীরতে ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রকাশিত : ১৯:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় লুবনা হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত রোগীর স্বজনরা জানান, বুধবার সাইদুল বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে ৩৬ ঘন্টায় ৬৮টি ইনজেকশন দেয়ার ফলে তার কিডনি ও লিভারে সমস্যা দেখা দেয়। মাত্রারিক্ত ইনজেকশনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। রাজধানী উত্তরা ১৩ নম্বর সেক্টরে গরীবে নেওয়াজ এভিনিউ এর লুবনা জেনারেল হাপাতালে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সাইদুল হক। পরিবারের অভিযোগ, বুধবার হাসপাতালে ভর্তির পর  থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৩৬ ঘন্টায় তাকে ৬৮টি ইনজেকশন দেয়া হয় । হাসপাতালে কার্ডিওলজিষ্টের অভাব আর ভূল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে দাবী করেন পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক খোঁজখুজি করেও পাওয়া যায়নি কোনো চিকিৎসককে। দীর্ঘসময় অপেক্ষার পর হাসপাতালের এক কর্মকর্তা ক্যামেরার সামনে আসলেও রোগি মৃত্যুর কারণ নিয়ে কোনো কথা বলতেই রাজি হননি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি