ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:৫৭, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। ঈদের জামায়াতে কামনা হয় দেশের শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য। 

মালিবাগে খানকায়ে সুরেশ্বরীর অনুসারিরা রোববার সকাল থেকেই ঈদের নামাজ আদায় করতে জড়ো হতে থাকেন।
সকাল দশটায় শুরু হয় নামাজ। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসুল্লিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করার কথা জানান তারা।

এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চাঁদপুরে ৩০ গ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করেন। চাঁদপুরের সবচেয়ে বড় ঈদের জামায়াত সাদ্রা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার ১০টি গ্রামে ঈদ অয়োজন। বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের কাসেম চেয়ারম্যান বাড়ী মসজিদে হয় ঈদের জামায়াত।

দিনাজপুরে বাসুনিয়াপট্টিতে একটি কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামায়াতে নারী-পুরুষরা অংশ নেয়।
এছাড়া মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

এছাড়াও চট্টগ্রাম, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, সাতক্ষিরা সহ আরও বেশ কয়েকটি স্থানে ঈদ জামায়াতে অংশ নেন বিপুল সংখ্যক মুসুল্লী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি