ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

রাজনৈতিক ইন্ধন ছিলো গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ২১:৩৫, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

গুলশান ও শোলাকিয়ার সন্ত্রাসী হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন ছিলো বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রাজধানীতে ছাত্রলীগের আলোচনা সভায় মন্ত্রী বলেন, শিগগিররই দুই হামলার মূল হোতাদের গ্রেপ্তার করা হবে। গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে হত্যা করা হয় ১৭ বিদেশি নাগরিকসহ ২৩ জনকে। পরে অপারেন থান্ডার বোল্টে নিহত হয় ৬ জঙ্গি। এর পর থেকেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর উত্তর ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, শিগগিরই ধরা পড়বে গুলশান শোলাকিয়া হামলার মূল হোতারা। হামলার পিছনে রাজনৈতিক মদদ ছিলো বলেও মন্তব্য করেন মন্ত্রী। আলোচনা সভা শেষে টার্গেট আগস্ট শিরোনামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি