ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে করোনাশঙ্কা: আ’লীগ নেতাকে ঢাকায় রেফার্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৭, ২১ মার্চ ২০২০

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭১ জনসহ শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত ১৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় রেফার্ড করা হয়েছে পাংশা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুন্ডকে। 

এছাড়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগানো হয়েছে বিদেশ থেকে আগত ১ হাজার ৭ শ ৮৭ জনের বাড়ীতে।

রাজবাড়ীর সিভিল সার্জন মোঃ নুরুল ইসলাম জানান, গত ৮ মার্চ ভারত থেকে দেশে আসেন জেলার পাংশা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুন্ড। তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাকে পরীক্ষার পর করোনা ভাইরাস সন্দেহে রাজধানী ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার খানখানাপুর বাজারে চালানো পৃথক অভিযানে অতিরিক্ত মূল্য বৃদ্ধির দায়ে চার চাল ব্যবসায়ীর কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি