ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজবাড়ীর ৩ ফেরীঘাট বন্ধ

প্রকাশিত : ১৩:১০, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১০, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পদ্মায় তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৩টি ফেরীঘাট বন্ধ রয়েছে। একটি ফেরিঘাট দিয়ে যানবাহন চলাচল করায় দুই পাশে সৃষ্টি হয়েছে যানজট। রোববার সকালে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ায় চালু থাকা চার নম্বর ঘাটের র‌্যাম ভেঙ্গে গেলে কর্তৃপক্ষ ঘাটটি বন্ধ ঘোষণা করে। দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক রুহুল আমীন জানান, চালু থাকা তিন নম্বর ঘাটের অর্ধেকটা ভেঙ্গে যাওয়ায় একটি মাত্র পকেট গেট দিয়ে চলছে পারাপার। নদীতে প্রচন্ড স্রোতের কারণে ফেরি ঘাটে ভিরতে সময় লাগছে প্রায় দ্বিগুন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টির মধ্যে ১৩টি ফেরি সচল রয়েছে। স্বল্প পরিসরে যানবাহন পারাপার করায় উভয়পাশে সৃষ্টি হয়েছে যানজট। এতে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি