রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত : ১৭:৩৭, ২৫ জুলাই ২০২২

প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজবাড়ী সদর উপজেলার ১৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঔষধি বৃক্ষ নিম চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে 'আমরা গড়বো রাজবাড়ী, শুভ কাজে সবার পাশে' এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় স্কুলের প্রধান শিক্ষকদের নিকট নিম গাছের চারা বিতরণ এবং আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ভেষজ বিজ্ঞানি রাজবাড়ীর কৃতিসন্তান ড. মো. আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৩তম স্থান করায় নাঈম শেখকে সংবর্ধনা দেয়া হয়। পরে শ্রীপুর স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন অতিথিরা।
এত স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি শাহাদত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন সুলতানা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক রেজাউল হক প্রমূখ।
কেআই//
আরও পড়ুন