ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

রাজশাহীতে গ্রেফতার ৮ জঙ্গির ৬ জনকে ১০দিন ও ২ জনকে ৫দিন রিমান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ১৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহীর তানোরের ডাঙাপাড়া গ্রামের আস্তানা থেকে গ্রেফতার ৮ জঙ্গির ৬ জনকে ১০ দিন ও ২ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন জানায় পুলিশ। এরআগে তাদের বিরুদ্ধে বিস্ফোরণ ও অস্ত্র আইনে মামলা কওে পুলিশ। রোববার গভীর রাতে গ্রামের রমজানের বাড়িতে অভিযান চালিয়ে শিশুসহ ১২ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় সুইসাইডাল ভেস্ট, পিস্তল, গুলি ও বোমা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি