রাজশাহীতে গ্রেফতার ৮ জঙ্গির ৬ জনকে ১০দিন ও ২ জনকে ৫দিন রিমান্ড
প্রকাশিত : ১৮:৪৯, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ১৩ জুন ২০১৭

রাজশাহীর তানোরের ডাঙাপাড়া গ্রামের আস্তানা থেকে গ্রেফতার ৮ জঙ্গির ৬ জনকে ১০ দিন ও ২ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন জানায় পুলিশ। এরআগে তাদের বিরুদ্ধে বিস্ফোরণ ও অস্ত্র আইনে মামলা কওে পুলিশ। রোববার গভীর রাতে গ্রামের রমজানের বাড়িতে অভিযান চালিয়ে শিশুসহ ১২ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় সুইসাইডাল ভেস্ট, পিস্তল, গুলি ও বোমা।
আরও পড়ুন