ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ীদের সাথে কাজ করতে চাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১৩, ৪ জানুয়ারি ২০১৮

“দেশে অনেক বড় বড় ধনী ব্যবসায়ী আছে যাদের প্রভাব-প্রতিপত্ত দেখে আমরা মুগ্ধ। কিন্তু রাজস্ব আয়ের তালিকায় আমরা তাদের নাম পাই না। আমরা রাজস্ব আয় বাড়াতে তাদের নিয়ে একসাথে কাজ করতে চাই। তাদের খুঁজে বের করতে হবে।”

আজ বৃহস্পতিবার কর্মক্ষেত্রে প্রথম যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “কড়াকড়ি আরোপ করে নয়, বরং মানুষের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে হবে। ব্যবসায়ীরা আমাদের প্রতিপক্ষ নয়, তাদের সঙ্গে রাজস্ব বোর্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেই রাজস্ব আদায় করতে হবে।”  

তিনি আরও বলেন, বিভিন্ন জেলায় যারা কর বাহাদুর হয়েছেন, সেসব জেলায় তাদের চেয়েও বড় বড় ব্যবসায়ী আছেন। কিন্তু কর দেওয়ার তালিকাতেই তাদের নাম পাওয়া যায় না। এ কারণে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। তাদের খুঁজে বের করতে হবে। আমরা তাদের সম্মান জানাতে চাই।

তিনি এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এনবিআর হবে ব্যবসাবান্ধব অফিস। দেশে ব্যবসা ভালো চললে আপনা-আপনিই রাজস্ব বাড়বে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি