ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাজা মেটাল ও ডিভাইন আইটির প্রিজম ইআরপি চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

সম্প্রতি দেশের সর্ববৃহৎ টেকনোলজি এক্সপো বেসিস সফটএক্সপো অনুষ্ঠিত হচ্ছে আইসিসিবিতে। এই আসরের অন্যতম আকর্ষণ বিটুবি ম্যাচমেকিং। যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেসিস কমিটির তত্ত্বাবধানে সঠিক ও মানসম্পন্ন আইটি কোম্পানির প্রোডাক্ট দেখে নিতে পারে।

৩০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ১০টি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। বিটুবি সেশনটি তত্ত্বাবধান করেন বেসিস মেম্বার কোম্পানি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের কর্ণধার রাশেদ কামাল।

ব্যবসায়ীদের সহনীয় সফটওয়্যার পণ্যে উদ্বুদ্ধ করার জন্য বেসিস মেম্বারদের মাধ্যমে ২০ শতাংশ ছাড় ও  ডিজিটাল রেডিনেস পুরস্কারের ব্যবস্থা করে। এরই ফলশ্রুতিতে দেশের সব চাইতে জনপ্রিয় সফটওয়্যার প্রিজম ইআরপি বাছাই করে দীর্ঘ বছরের ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজা মেটাল ইন্ডাট্রিজ। 

রাজা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম রাজা ও ডিভাইন আইটি লিমিটেডের সিইও ইকবাল রাসেল স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি বেসিস সদস্যদের উপস্থিতিতে সম্পাদিত হয় সফটএক্সপোর ডিভাইন আইটি লিমিটেড মেলা প্রাঙ্গণে।

এআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি