ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাতে কলকাতার মুখোমুখি হচ্ছে সাকিবের হায়দরাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ সময়ের লড়াই। শেষ চারে টিকে থাকার লড়াই। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতায় আজ শনিবার শীর্ষ দল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এ ম্যাচ শুরু হবে।

হায়দরাবাদ ১৩ ম্যাচের নয়টিতে জিতে শীর্ষ স্থান ধরে রেখেছে। যদিও তারা আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের পাহাড় তাড়া করতে গিয়ে ১৪ রানে হেরে গেছে। অন্যদিকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে সাত ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে। তবে এর আগের দুই ম্যাচে পরপর কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে আছে দু’বারের চ্যাম্পিয়নদের।

আসরে দু’দল এর আগে ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছিল। এ লড়াইয়ে এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্সই। কলকাতা জয় নিয়ে মাঠ ছেড়েছে আটবার, অন্যদিকে বাংলাদেশ অধিনায়কের দল জয় পেয়েছে পাঁচ ম্যাচে।

আজকের ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দু’দলই শেষ হাসি হাসতে চায়। হায়দারাবাদ পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারাতে চাইবে না। আর কলকাতার টার্গেট অন্যদের টপকে পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান পরিবর্তন। মূলত দু’দলই পূর্ণ শক্তি নিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি