ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

রাবিতে ভূ-বিজ্ঞান ও পরিবেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘ভূ-বিজ্ঞান ও পরিবেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।শনিবার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা।

বিশ্বের বিভিন্ন দেশের ভূমি ও পরিবেশ বিজ্ঞানীদের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞান আদান-প্রদানের লক্ষ্যে ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ ও ভূ-বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভূ-বিজ্ঞানীদের কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক জায়গাতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। জনসংখ্যা দ্রুত বাড়ার কারণে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। পৃথিবীকে এসব সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ভূ-বিজ্ঞানী ও পরিবেশবিদদের কাজ করতে হবে।’

একই বিভাগের সভাপতি অধ্যাপক খোন্দকার ইমামুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. নজরুল ইসলাম, বিভাগের অধ্যাপক এএইচএম সেলিম রেজা প্রমুখ।

সম্মেলনে প্রথম দিনে উদ্ধোধনী সেশন ছাড়াও তিনটি  টেকনিক্যাল সেশন এবং সম্মেলনের শেষ দিনে ৫টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এতে বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশের সংশ্লিষ্ট ক্ষেত্রের  ছাত্র, শিক্ষক, গবেষক অংশ নেন।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি