ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

রাবিতে শূন্য আসনে ভর্তির সময় বৃদ্ধি

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪৬, ২৮ জানুয়ারি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের মেধাতালিকা থেকে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রভাষ কুমার বিজ্ঞপ্তিতে উল্লেখ করে জানান, আসন শূন্য থাকায় ভর্তি পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগামী ২৮ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে স্ব-স্ব ইউনিট অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। উক্ত তারিখের মধ্য যে সকল শিক্ষার্থী প্রবেশপত্র জমা দিতে ব্যর্থ হবে তারা ভর্তির জন্য বিবেচিত হবে না। এই ভর্তি কার্যক্রম ৪ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd ) থেকে পাওয়া যাবে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি