ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

রাবির দশম সমাবর্তন আজ, থাকবেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন আজ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে আসছেন। এদিন বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে সমাবর্তনের উদ্বোধন করবেন তিনি। এর আগে দুটি দশতলা বিশিষ্ট আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আবদুস সোবহান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কোষাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান আল-আরিফ। এরপর সমাবর্তন বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বক্তব্য রাখবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট ও অভিজ্ঞানপত্র প্রদান করবেন রাষ্ট্রপতি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় নিবন্ধিত গ্র্যাজুয়েটদের আসন গ্রহণ হবে। বিকাল ৩টায় সমাবর্তন শোভাযাত্রা বের করা হবে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি