ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

রাবির ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিকভাবে দুই লাখ ৮৫ হাজার ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। এ বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ নির্দিষ্ট সংখ্যক (এক লাখ ৬০ হাজার) ভর্তীচ্ছুকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। ফলে প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্যে বাদ পড়বেন এক লাখ ২৫ হাজার ৫৬ শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেন।

আইসিটি পরিচালক জানান, ‘গত ৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়, চলে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত। প্রাথমিক এ আবেদনে ৪,১৭৩ (কোটা ব্যতীত) আসনের বিপরীতে মোট দুই লাখ ৮৫ হাজার ৫৬ শিক্ষার্থী আবেদন করেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৬ হাজার ৪০৭, ‘বি’ ইউনিটে ৩৭ হাজার ৬০৪, ‘সি’ ইউনিটে ৬১ হাজার ২৩৪, ‘ডি’ ইউনিটে ৬০ হাজার ২৯৩ ও ‘ই’ ইউনিটে ৬৯ হাজার ৫১৮ ভর্তীচ্ছু আবেদন করেছেন। এদের মধ্যে থেকে প্রতি ইউনিটে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে কোটাসহ মোট ৩২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্তভাবে পরীক্ষার জন্য মনোনীত করা হবে।’

আইসিটি সেন্টারের পরিচালক বলেন, ‘খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে চূড়ান্ত তালিকাভূক্ত শিক্ষার্থীদের ইউনিটভিত্তিক নির্ধারিত ফি জমা দিতে হবে।’

আগামী ২২-২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি ইউনিটে ৩২ হাজার করে মোট এক লাখ ৬০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/undergraduate/ -তে পাওয়া যাবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি