ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

রাবির শাহ মখদুম হলের মিলনায়তন উদ্বোধন

রাবি প্রতিনিধি:

প্রকাশিত : ২১:৪১, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের সংস্কারকৃত শহীদ ফারুক হোসেন মিলনায়তন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান এর উদ্বোধন  করেন। 

উপাচার্য হলের সার্বিক সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করে তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের পড়াশোনাসহ কো-কারিকুলার কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে। আর হলের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিক ভাবে সম্পাদন করবেন।  তিনি হলের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে সকল সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। মিলনায়তন উদ্বোধনকালে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, হল প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

হলের বর্তমান প্রাধ্যক্ষ প্রফেসর ড. আরিফুর রহমান দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের পড়াশোনার জন্য হলের পাঠকক্ষ নির্মাণ, পত্রিকা কক্ষ, ৩০ বছর যাবৎ বন্ধ থাকা হল গ্রন্থাগার এবং প্রথমবারের মতো স্মরণিকা প্রকাশ করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি