ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাম মন্দির ধ্বংসের পিছনে ভারতীয় মুসলিমদের হাত নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ১৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর প্রধান মোহন ভাগবত বলেছেন, ‘রাম মন্দির ধ্বংসের পিছনে বাইরের কোন শক্তির হাত রয়েছে, ভারতের মুসলিমরা কোনোভাবেই জড়িত নয়।’ রোববার মহারাষ্ট্রের পলগড় জেলার দাহানু’তে বিরাট হিন্দু সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

তিনি  জানান, ‘ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাম মন্দির ধ্বংস করেনি। ভারতীয় নাগরিকরা এই ধরনের জঘন্য কাজ করতে পারে না। ভারতীয়দের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই বিদেশি শক্তিই এই মন্দির ধ্বংস করেছে।’

রাম মন্দির পুনরায় নির্মাণে রাষ্ট্রের দায়িত্বের কথা স্মরণ করে তিনি বলেন, আজ আমরা স্বতন্ত্র । তাই যেটা ধ্বংস করা হয়েছে সেটাকে পুনর্নির্মাণ করাটা আমাদের দায়িত্ব। কারণ এটা কেবল একটা মন্দিরই নয়, এটা আমাদের পরিচয়ের প্রতীক।

আরএসএস প্রধান বলেন, অযোধ্যায় যদি রাম মন্দির নির্মাণ না হয় তবে ভারতীয় সংস্কৃতির শিকড়টাই নষ্ট হয়ে যাবে। যে স্থানে এই মন্দিরটা ছিল সেখানেই পুনর্নির্মাণ করা হবে । আমরা এর জন্য লড়াই করতেও প্রস্তুত আছি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি