ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালি

প্রকাশিত : ১৮:০৭, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৭, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সকালে খাগড়াছড়ি সরকারি হাইস্কুল মাঠে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বাসদের জেলা আহবায়ক জাহেদ আহমেদ টুটুল, কমরেড নাজির আহমেদ, স্বাগতম চাকমা ও  কবির হোসেন বক্তব্য রাখেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি অবিলম্বে বাতিল করে বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে উদ্যোগ গ্রহনের দাবী জানান বক্তারা।  পরে সাইকেল র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি