ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

রামুতে অপহৃত ৪ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার, আটক ৭

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩২, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২১:৩৩, ১০ ডিসেম্বর ২০২১

কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ থেকে অপহৃত চার স্কুলছাত্রের তিন জনকে টেকনাফ থেকে উদ্ধার করেছে র‍্যাব ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বলেই নিশ্চিত করেন ১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম।

উদ্ধারকৃত স্কুলছাত্ররা হল- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন ও জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামক আরেক ছাত্র এখনও উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে যৌথ অভিযান চলছে।

র‍্যাব-১৫-এর অধিনায়ক খায়রুল আমিন সরকার জানান, শালবন পাহাড় থেকে মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের অপহরণকারী চক্রের ৭ জনকে আটকও করেছে র‍্যাব। তাদের দেয়া তথ্য অনুযায়ী, বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি